বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ এবং ডেরিভেটিভস বিভাগ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুন) বিএসইসির সহকারী পরিচালক (প্রশাসন) নিজাম উদ্দিন সাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
গত ৮ জুনে বিএসইসির ৮২৬তম কমিশন সভায় এই নতুন দুটি বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন….
বিএসইসির নির্বাহি পরিচালকদের দায়িত্ব রদবদল
বাজেটে কোম্পানির কর হার কমানোর প্রস্তাব
বিজনেস আওয়ার/০৯ জুন, ২০২২/আরএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: